প্রকাশিত : ২ জুলাই, ২০২২ ২২:৪০

শিবগঞ্জে এন.এ.টি পি প্রকল্পের আওতায় ৬টি বোকনা গরু বিতরণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে এন.এ.টি পি প্রকল্পের আওতায় ৬টি বোকনা গরু বিতরণ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে এন.এ.টি.পি প্রকল্পের আওতায় এ.আই.এফ ২ মালামাল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা প্রাণী সম্পদ অধিদপ্তর  চত্বরে আনুষ্ঠানিক ভাবে প্রকল্প আওতাভুক্ত সমিতির সদস্যদের মাঝে ৬টি বোকনা গরু বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাফরিন রহমান, সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা ববি রানী সাহা, রাজারগাড়ী গাভী পালন সমিতির সভাপতি ইব্রাহিম হোসেন কাজী, সম্পাদক সিরাজুল ইসলাম কাজী। সমিতির সদস্যদের মধ্যে মোঃ দেলোয়ার হোসেন, সিরাজুল ইসলাম কাজী, আহসান হাবিব, ছানাউল হক, আসাদ আলী প্রামানিক, সেকেন্দ্রার মন্ডলকে ৬টি বোকনা গরু প্রদান করা হয়েছে। যার মূল্য ৫ লক্ষ ৫৩ হাজার টাকা।

সমিতির সভাপতি ইব্রাহিম কাজী জানান, প্রকল্পের বরাদ্দকৃত অর্থের ৩০% ১ লক্ষ ৬৬ হাজার টাকা প্রদান করে নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করে বিভিন্ন শর্তবলি মেনে এন.এ.টি পি প্রকল্পের আওতায় ৬ সদস্য বোকনা গরু গ্রহণ করেন। বোকনা গরুগুলো লালন পালন করে বাছুর ও দুধ বিক্রয়ের মাধ্যমে সমিতির সদস্যদের স্বাবলম্বী করাই আমাদের লক্ষ্য। 

 

উপরে