প্রকাশিত : ৩ জুলাই, ২০২২ ২২:৩৮

আদমদীঘিতে ঋণের চাপে ব্যবসায়ীর অত্মহত্যা

আদমদীঘি(বগুড়া) সংবাদদাতা
আদমদীঘিতে ঋণের চাপে ব্যবসায়ীর অত্মহত্যা

বগুড়ার আদমদীঘির মুরইল বাজারে রড সিমেন্ট ব্যবসায়ী  শ্রী বিধান চন্দ্র রায় ঋণের চাপে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে। পুলিশ বিধান চন্দ্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেন । এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, আদমদীঘির পুশিন্দা হিন্দুপাড়া গ্রামের মৃত অনিল চন্দ্র রায় এর ছেলে রড সিমেন্ট ব্যবসায়ী শ্রী বিধান চন্দ্র ব্যবসা চালাতে গিয়ে বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ ঋণগ্রস্থ হয়। পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারলে পাওনাদারদের চাঁপে গত ৩ জুলাই বেলা ১০ ঘটিকার সময় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ঘরে বীমের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ খবর পেয়ে বিধান চন্দ্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।

মামলার তদন্তকারী অফিসার এস আই শাহ আলম বলেন, বিধান চন্দ্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। তবে স্থানীয় ভাবে জানাযায় সে ঋণগ্রস্ত ছিলেন সে কারনেই আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

উপরে