সকল শ্রমিকের বকেয়া ঈদের ৩দিন আগেই পরিশোধের আহবান শ্রমিকলীগের
জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলার সকল বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের বকেয়া বেতনাদি উৎসবভাতা ঈদের ৩দিন আগেই পরিশোধের আহবান জানিয়েছেন জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার আহ্ববায়ক কামরুল মোর্শেদ আপেল ও সদস্য সচিব রাকিব উদ্দিন প্রাং সিজার।
এক যৌথ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন বগুড়ার হোটেল-রেস্তোরাঁ, বেকারি এন্ড কনফেশনারী, দোকান কর্মচারী, লেদ - মেটাল, ওয়েল্ডিং ওয়াকশপ, মোটর মেকানিক্স ওয়ার্কশপ, দর্জি, স্বর্ণ শিল্পী শ্রমিক, ডেকোরেটর, 'ছ'-মিল, মুদ্রণ-প্রেস, কম্পিউটার অপারেটর, কাঠ শিল্প, জুট মিল, ফার্মেসি মেডিসিন সেলসম্যান, পরিবহন সেক্টর, পেট্রোল পাম্প, CNG পাম্প সহ ব্যক্তি মালিকানাধীন সকল প্রকার কলকারখানা, শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের কে আসন্ন পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন উপলক্ষে দেশের প্রচলিত শ্রম আইন অনুসারে ও সরকার ঘোষিত সেক্টর ভিত্তিক মজুরি গেজেট অনুপাতে ( ১) মাস সমপরিমাণ টাকা উৎসব ভাতা, সকল প্রকার বকেয়া পাওনা ঈদের ০৩(তিন) দিন পূর্বে পরিশোধ করা সহ স্ব বেতনের ৫ দিন উৎসব ছুটি প্রদান করার জন্য বগুড়া সহ দেশের সকল কলকারখানা, শিল্প, প্রতিষ্ঠানের মালিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়। সেই সাথে সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের কে শ্রমিক কর্মচারীদের শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা পাওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়। শেষে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন এঈ পবিত্র ঈদ বয়ে আনুক সকলের জন্য অনাবিল সুখ, শান্তি ও সফলতা। মুছে যাক সকল প্রকার শোষন, বৈষম্য, অন্যায় ও অবিচার।

প্রেস বিজ্ঞপ্তি