নন্দীগ্রামে উচ্চ শিক্ষিত প্রতিবন্ধী জলিল চাকরির আশায় দ্বারে দ্বারে ঘুরছে
বগুড়ার নন্দীগ্রামের উচ্চ শিক্ষিত প্রতিবন্ধী আব্দুল জলিল একটা চাকরির জন্য সকলের দ্বারে দ্বরে ঘুরছে তবুও তার কপালে চাকরি জোটেনি।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামের মৃত দমশের আলীর পুত্র আব্দুল জলিল (৩১) জন্মের ২ বছর পর পলিও রোগে আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন। জলিলেরা ৬ ভাই ২ বোন, তার বাবা মারা গেছেন, তবে মা বেঁচে আছেন, জলিল ২০০৭ সালে এসএস সি ও ২০১০ সালে এইচএস সি পাশ করার পর ২০১৫ সালে বগুড়া সৈয়দ আহমেদ বিশ্ব বিদ্যালয় কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্স করেন, পরে ২০১৬ সালে আজিজুল হক বিশ্ব বিদ্যালয় কলেজ থেকে মাষ্টার্স করে। সেই থেকে চাকরির জন্য ঘুরছে। কিন্তু তার ভাগ্য কোন চাকরি না জোটায় কষ্টের মধ্যে কোন মতে জীবন যাপন করছে। সে একে বারেই অহায় জীবন যাপন করছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আব্দুল জলিল একটা চাকরির আবেদন জানিয়েছেন, তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমার টাকা না থাকার কারনে আমার কপালে চাকরি জুটছে না , তিনি প্রধানমন্ত্রীর নিকট একটা চাকরি ভিক্ষা চান।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: