সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২২ পরিবারের মাঝে বিনামূল্যে ৪৪ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ওই ঢেউটিন বিতরণ করা হয়।
সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগুনের ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে ওই ঢেউটিন তুলে দেন।
এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) শামীম হুসাইন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার, বাঙ্গালীপুর ইউনিয়ন চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, খাতামধুপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রানা পাইলট বাবু, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী, বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন ।
ওই দিন উপজেলার তিনটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় বিগত সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২২টি পরিবারের মাঝে ৪৪ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। এর মধ্যে সৈয়দপুর পৌরসভার ৮টি, বোতলাগাড়ীর ৯টি, খাতামধুপুর ইউনিয়নের ৪ টি ও বাঙ্গালীপুর ইউনিয়নের ১টি পরিবার রয়েছে। প্রতিটি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: