বিরামপুর প্রেসক্লাবের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
দিনাজপুরের বিরামপুরে ঐতিহ্যবাহী প্রাণের সংগঠন বিরামপুর প্রেসক্লাবের নিজস্ব ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) সকাল ১০ টায় পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড কলাবাগান মোড়ে বিরামপুর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে স্থায়ী ভবনের প্রথম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়।
ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক,বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সহ-সভাপতি এসএম মাসুদ রানা, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক এবিএম মুসা, প্রেসক্লাবের অন্যতম সদস্য রায়হান কবির চপল, বিরামপুর প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্যবৃন্দ ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বলেন, বিরামপুর প্রেসক্লাবের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনটি বিরামপুরের উন্নয়ন, অগ্রগতিতে লেখনির মাধ্যমে ব্যাপক ভূমিকা রাখবে। এছাড়াও সংগঠনটির উত্তর উত্তর সাফল্য কামনা করেন এবং সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ