বগুড়া প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা
আজ শুক্রবার বাদ জুম্মা বগুড়া প্রেসক্লাবের মরহুম সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও প্রেসক্লাব ভবনের ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, ক্লাবের সহ-সভাপতি এসএম কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, পাঠাগার সম্পাদক এইচ আলিম, নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ ঠান্ডা, জেএম রউফ, ফরহাদুজ্জামান শাহী, তানসেন আলম, আব্দুর রহিম, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সমুদ্র হক, মহসিন আলী রাজু, রেজাউল হক বাবু, কালাম আজাদ, আসাফ উদ দৌলা ডিউক, শফিকুল ইসলাম শফিক, এ্যাডভোকেট পলাশ খন্দকার, মোমিনুর রশীদ সাহীন, ইনসান আলী শেখ, আমিনুল ইসলাম কোয়েল, এম, এ, কে সিদ্দিকী কামাল, জহুরুল ইসলাম, রাজু আহমেদ, আহমেদ উল্লাহ মনু, শফিকুল ইসলাম শফিক, জাকারিয়া পাটোয়ারি বিপ্লব, মোয়াজ্জেম হোসেন, মোজাহার হোসেনসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন বগুড়া সেন্টাল মসজিদের ইমাম হাফেজ মাও: মোঃ আব্দুল্লাহ।
এর আগে ক্লাব সভাপতি বগুড়া প্রেস ক্লাবের ভবন নির্মাণ কাজের সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বগুড়া প্রেস ক্লাবের যে, ভবন নির্মাণ হচ্ছে এটা শুধু সাংবাদিকদের ভবন নয়, এটা বগুড়াবাসীর ভবন। এই ভবন নির্মাণ কাজে বগুড়ার শিল্পপতি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন এবং ভবিষতেও তারা আমাদের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন, ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু।

প্রেস বিজ্ঞপ্তি