শিবগঞ্জে উদ্বৃত্ত ৭৪৩৪ টি পশু নিয়ে বিপাকে খামারীরা
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঈদুল আযহাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক গরুর খামার । উপজেলায় প্রায় ৫ হাজার খামারী ঈদুল আযহা উপলক্ষ্যে ষাড় ১৮ হাজার ৪শত ৪২, বলদ ৫ হাজার ১শত ৫৭, গাভী ২দুই হাজার ৬শত ৯৮, মহিষ ৯৮, ছাগল ১৩ হাজার ৭শত ২৮, ভেড়া ৩ হাজার ৭শত ২২ গবাদি পশু খামারে ও পারিবারিক ভাবে লালনপালন করে উপজেলার বিভিন্ন হাট বাজারে বিক্রয়ের জন্য প্রস্তুত প্রায় ৪৪ হাজার পশু। ইতিমধ্যে এ উপজেলার হাট বাজার গুলোতে কুরবানীর পশু বেচাকেনার শেষ পর্যায়ে। ৪৪ হাজার পশুর বিপরীতে চাহিদা ৩৬৩৪৯ টি পশু। উদ্বৃত্ত ৭৪৩৪টি পশু নিয়ে বিপাকে পড়েছে খামারীরা।
হাট বাজার গুলোতে পশুর আমদানীর চাইতে ক্রেতার সংখ্যা তুলনামুলক অনেক কম। উপজেলার ঐতিহাসিক মহাস্থান হাট, বুড়িগঞ্জ হাট, দাড়িদহ হাট, মোকামতলা হাট, পিবর সিহালী হাট, আলিয়ারহাট, শিবগঞ্জ হাট গুলোতে ব্যাপক হারে কোরবানীর পশু আমদানী হলেও ক্রেতা না থাকায় বিক্রি গত বছরের চেয়ে অনেক কম। খামারী রাহাদ, জাফরুল, রাসেল, জানান, গরুর খাবারের অস্বাভাবিক দাম বৃদ্ধি পাওয়ায় খামার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। গো খাদ্য খড় চাহিদা মত পাওয়া যায় না। পাওয়া গেলেও এক আটি (ওজন ৩ কেজি) প্রায় ১০ টাকা দাম, সবুজ কাঁচা ঘাস এক আটি (ওজন ৫ কেজি) ৫০ টাকা দাম, এক কেজি ভূসি ৬০ টাকা, খৈল ৪০ টাকা, চালের খুত ৩৫-৪০ টাকা, একটি গরুকে প্রতিদিন প্রায় গড়ে ৩শত টাকার খাবার দিতে হয়। তাই খামার চালানো আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। লাভতো দূরের কথা মূলধন টেকাই কঠিন হয়ে পড়েছে। এরপরও করোনার কারণে অর্থনৈতিক অবস্থা মন্দা হওয়ায় চাহিদা মাফিক ক্রেতা না থাকায় বেচাকেনাও ভাল না। তাই চাহিদার তুলনায় উদ্বৃত্ত গরু নিয়ে বিপাকে পড়েছি আমরা। এব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর ও গবাদি পশু পালনের জন্য সুদমুক্ত ঋণের দাবী জানাচ্ছি সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ ও সরকারের কাছে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ