বগুড়ার নন্দীগ্রামে গাঁজা সেবন নিয়ে বিরোধে যুবকের আত্মহত্যা
বগুড়ার নন্দীগ্রামে গাঁজা সেবন নিয়ে বিরোধের জের ধরে বিপ্লব হোসেন (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (১১ জুলাই) সকালে তার ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
বিপ্লব হোসেন নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মীর্জাপুর গ্রামের হারেজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষি শ্রমিক ছিলেন।
জানাগেছে, ঈদের দিন রোববার (১০ জুলাই) সন্ধ্যার পর মীর্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিপ্লব হোসেন ও তার বন্ধু ফিরোজ হোসেন গাঁজা সেবন করেন। গাঁজা সেবন নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে দু'জনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনা জানাজানি হলে রাতে বিপ্লবকে তার পরিবার শাসন করে। সেই অভিমানে ভোর রাতে বিপ্লব তার ঘরে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পন্ডিত পুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

অনলাইন ডেস্ক