পার্বতীপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ
দিনাজপুরের পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়েছে। সোমবার (১১জুলাই)
পার্বতীপুর ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন-এর উদ্যোগে উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের কুটিপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে গরু হস্তান্তর ও কোরবানিকৃত গরুর মাংশ বিতরণ করা হয়।
জানা গেছে, ঈদের ২য় দিন কোরবানির পশুটি (গরু) পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের কুটিপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্থ ১৪০ পরিবারে মাঝে হস্তান্তর ও কোরবানি করা হয়। এসময় ১কেজি বেশি পরিমান মাংস পারিবার প্রতি বিতরণ করা হয়।
এ সময় অতিথি হিসাবে পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন, সিনিয়র সহকারী সচিব মোঃ আসাদুজ্জামান, সিনিয়র সহকারী সচিব জহির ইমাম, রুবায়েত কবির রুপক সহ পার্বতীপুর ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ