সৈয়দপুরে কোরবানি মাংস পেল প্রায় আড়াই দুস্থ পরিবার
নীলফামারীর সৈয়দপুরে ২৪৬ টি দুস্থ পরিবারের মাঝে কোরবানি মাংস বিতরণ করেছে বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ। সংস্থাটির বাংলাদেশ কোরবানি প্রজেক্ট -২০২২ এর আওতায় গত সোমবার ও রোববার দুই দিনে পৃথক তিনটি স্থানে ওই মাংস বিতরণ করা হয়। সর্বশেষ ঈদের পরদিন গত সোমবার উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ার শাইল্যার মোড় এলাকায় সংস্থার ফিল্ড অফিসে আনুষ্ঠানিকভাবে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
বাঙ্গালীপুর ইউনিয়ন চেয়ারম্যান ডা. শাহাজাদা সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ পরিবারের সদস্যদের হাতে কোরবানির মাংস তুলে দেন।
এ সময় মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর সৈয়দপুর ফিল্ড অফিসের এডমিশন এন্ড ফ্রন্ট ডেক্স অফিসার আখতারুজ্জামান হেলাল, বাঙ্গালীপুর ইউপি সদস্য আনিছুর রহমান, সমাজসেবক আব্দুল আজিজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওই দিন সেখানে বাঙ্গালীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ১১৬ জন দুস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
এছাড়াও ঈদের দিন গত রোববার বিকেলে সৈয়দপুর উপজেলা কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংস্থাটির পক্ষ থেকে ৬৫ জন দুস্থ পরিবারের মাঝে কোরবানি মাংস বিতরণ করা হয়।
কাশিরাম বেলপুকুর ইউনিয়ন চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ পরিবারের সদস্যদের হাতে ওই মাংস তুলে দেন।
এ সময় মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর সৈয়দপুর ফিল্ড অফিসের এডমিশন এন্ড ফ্রন্ট ডেক্স অফিসার মো. আখতারুজ্জামান হেলাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকনুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওই দিন সেখানে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ৬৫জন অসহায় গরীব ও দুস্থ মানুষের মধ্যে কোরবানি মাংস বিতরণ করা হয়।
একই দিন (১০ জুলাই) সৈয়দপুর পৌরসভার এলাকার উর্দূভাষী রেলওয়ে মেস ক্যাম্পে ৬৫টি দুস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। উর্দূভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল উপস্থিত থেকে দুস্থ পরিবারের সদস্যদের হাতে মাংস তুলে দেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: