টিএমএসএস কর্তৃক ২৫ হাজার দুস্থ মানুষের মাঝে কুরবানির গোস্ত বিতরণ
ঈদুল আজহার পরের দিন টিএমএসএস এর উদ্যোগে বগুড়ায় ১২ টি কেন্দ্রে গরু ও ছাগল কুরবানি দিয়ে ২৫ হাজার দুস্থ নারী-পুরুষের মাঝে গোস্ত বিতরণ করা হয়।
টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম দুপুরে মম ইন বিনোদন জগতে গোস্ত বিতরণ করেন। এসময় তিনি বলেন, ২২ টি কেন্দ্রে কুরবানি দিয়ে ২৫ হাজার অসহায় মানুষের মাঝে গোস্ত বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রতি বছর এই ধারা অব্যহত রাখা হবে। সংস্থার আজীবন সদস্যদের নামে এসব কুরবানি দেয়া হয়। দেশের বিভিন্ন স্থানে কুরবানির গোস্ত বিতরণ করা হয়।
টিএমএসএস এর প্রধান কার্যালয়ে ঈদের দিন কুরবানির গোস্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মিরপুর ১৪ নাম্বারের ওয়ার্ল্ড কাউন্সিলর আলহাজ্ব হুমায়ুন রশিদ জনি। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা সহ টিএমএসএস এর উপ-ব্যবস্থাপনা পরিচালক, সেক্টর প্রধান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি