রাণীনগরে নারী/শিশু মামলার চার আসামী গ্রেপ্তার
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে একটি নারী/শিশু মামলার চার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা জানান, আদালতের দেয়া গ্রেপ্তারী পরোয়ানা তামিল করতে মঙ্গলবার রাতে উপজেলার জালালাবাদ গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি নারী/শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় আদালতের দেয়া গ্রেপ্তারী পরোয়ানা মূলে জালালাবাদ গ্রামের মেহের আলী ফকিরের ছেলে মজিবুর রহমান (৪৫),মজিবুরের ছেলে সাদ্দাম হোসেন(২২) ও আলমগীর হোসেন (২৭) এবং আব্দুর রহিমের
ছেলে রাজু আহম্মেদ (২৫)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :