বাহুবলে হাওরে নৌকাডুবে ৪ জনের মৃত্যু
হবিগঞ্জ জেলার বাহুবলে নৌকাডুবে ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) রাতে উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা।
বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের মেম্বার আব্দুল করিম জানান, রাতে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে স্নানঘাট থেকে সদর উপজেলার শিকারপুর গ্রামে যাচ্ছিলেন তারা। নৌকাটি রউয়াইল হাওড়ে পৌঁছলে হঠাৎ ডুবে যায়। এতে চার নারী মারা যান। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।
আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি বলে জানান তিনি।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শিমুল রাফি জানান, নৌকাডুবিতে চার নারী মারা গেছেন। চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

অনলাইন ডেস্ক