নন্দীগ্রামে সময়মত বৃষ্টি না হওয়ায় আমন ধান রোপন ব্যাহত
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এখন প্রর্যন্ত কোন বৃষ্টি না হওয়ায় রোপা আমন ধান কৃষক রোপন করতে পারছে না যার কারনে সরিষা ও আলু চাষ ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, বর্তমানে আমন ধান রোপন করার সময়, সেই মত কৃষক জমি চাষ করে প্রস্তুত করেছে, সকল প্রস্তুতি স¤পর্ন বীজ তলায় চারা বড় হয়ে উঠছে, শ্রাবন মাস শুরু হয়েেছ কিন্তু দুঃখের বিষয় এখন প্রর্যন্ত মাঠে কোন বৃষ্টি নেই। এ সময় কৃষকের আগাম ধান রোপনের সময় বিশেষ করে যে সকল কৃষক আলু সরিষা লাগানোর চিন্তা ভাবনা করছে তাদরে শ্রাবন মাসের প্রথম সপ্তাহের মধ্যে জমি রোপন করতে হবে নইলে ঐ আবাদ গুলো পিছিয়ে পড়বে। প্রতি মাঠে গভির ও অগভির নলকুপ বসানো আছে উপজলো কৃষি অফিস উদ্যোগ গ্রহন করলে ঔ নলকুপ গুলো চালু করলে আগাম ধান গুলো রোপন অবশ্যই সম্ভব হত। আল্লাহর উপর আমরা অবশ্যই ভরসা করব। পাশাপাশি নিজেরে ও চেষ্টা করা দরকার। এ মৌসুমে কৃষি অফিস থেকে আমন ধান রোপনের লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে ২০ হাজার ২শ হেক্টর। এবং বীজ তলার লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে ১ হাজার ৬০ হেক্টর। জমি রোপনের সকল প্রস্ততি সর্ম্পন বৃিষ্টর ব্যাবস্থা হলেও জমি রোপনের কাজ শুরু হবে।
এ বিষয়ে রিধইল গ্রামের কৃষক ,জয়নাল, বুলু মিয়া, সাজু আহমেদ, রফিকুল, মোকছেদ, সিধইল গ্রামের খলিল,হাফিজার রহমান, বৈল গ্রামের হাবিব গোলজার, কাথম গ্রামের ফারুক, রশিদ, দোহার গ্রামের তোতা, নজরুল, সহ বিভিন্ন গ্রামের অর্ধশত কৃষকদের সাথে আলাপ করলে জানা যায়, সময় মত আগাম ধান লাগাতে না পারলে চলতি মৌসুমে আলু ও সরিষা আবাদ দারুন ভাবে ব্যাহত হবে। যার কারনে অতি তাড়া তাড়ি নলকুপ গুলো চালু করা দরকার। এ বিষয়ে কৃষি র্কমর্কতা আদনান বাবুর সাথে কথা বললে তিনি এই প্রতিনিধিকে জানান, যেহুতু এখন প্রর্যন্ত বৃষ্টি হচ্ছে না সেই কারনে মাঠে বীজতলাগুলোতে সেচ দিতে হবে ও মাঠের গভির অগভির নলকুপ গুলো চালু করার ব্যবস্থা করতে হবে।

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি