বীর মুক্তিযোদ্ধা বগুড়ার আব্দুস সোবহান সরকারের ইন্তেকাল
বগুড়া শহরের রাজাবাজার নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সরকার ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি......রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ৩ টা ১০ মিনিটে বগুড়ার স্থানীয় এক ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
সরকার বোর্ডিংসহ একাধিক প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আব্দুস সোবহার সরকার মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ জোহর নামাজে জানাযা এবং বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি নিয়ম অনুযায়ী গার্ড অফ অনার প্রদান শেষে তাকে শহরের ফুলবাড়ি মধ্যপাড়া গোরস্থানে দাফন করা হয়।
এদিকে সোবহার সরকারের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছে রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতি। বিবৃতিদাতারা হলেন, সমিতির উপদেষ্টা যথাক্রমে আব্দুল গফুর, আলহাজ্ব তোফাজ্জ্বল হোসেন, কানাই লাল জয়সোয়াল ময়না, লক্ষণ বণিক, আবুল কাসেম, সমিতির সিনিয়র সহ-সভাপতি সেলিম রেজা শানু, সহ-সভাপতি মদন প্রসাদ ও সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

ষ্টাফ রিপোর্টার