সোনাতলায় প্রয়াত সাংবাদিক হাবিবের শোকসভা
বগুড়া সোনাতলায় প্রয়াত সাংবাদিক কাজী হাবিবুর রহমান হাবীবের স্বরণে শোকসভা হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) সকালে সোনাতলা প্রেসক্লাবের আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজলের সভাপতিত্বে শোক সভায় সাংবাদিকদের মাঝে স্মৃতিচারন মূলক ও শোক সন্তপ বক্তব্য রাখেন সাংবাদিক লতিফুল ইসলাম, ইকবাল কবির লেমন, ইমরান হোসাইন লিখন, শামীম আক্তার রতন, জাহিনুর ইসলাম, রিমন আহম্মেদ বিকাশ, বাবু সহ অনেকে। এসময় আরও বক্তব্য রাখেন, প্রয়াত সাংবাদিক কাজী হাবিবুর রহমান হাবীবের বড় ভাই এমদাদুল হক বাদশা, স্ত্রী আরিফুন নাহার ছবি প্রমূখ।
শোকসভায় সোনাতলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক হাবিবের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়, সেই সাথে তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাবিব কন্যা বৃষ্টি খাতুন, সাংবাদিক মিনহাজুল বারী, আমিরুল ইসলাম, মিনাজুল ইসলাম, হারুনুর রশীদ, আলোর প্রদীপ সংস্থার চেয়ারম্যান মেহেরুল, ছাত্র নেতা ইমরান খান।

ষ্টাফ রিপোর্টার