মাংস পেল নীলফামারী ও রংপুরের ৩ হাজার দরিদ্র পরিবার
নীলফামারীর সৈয়দপুরে ও রংপুরে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিন হাজারের বেশি হতদরিদ্র পরিবার ও দরিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। আমেরিকার মানবাধিকার সংগঠন ফ্রেন্ডস্ অফ হিউম্যানিটি (ইউএসএ) এর অর্থায়নে হিউম্যানিটি ইন ডিসট্রেস’র (হিড) পরিচালনা কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে ঈদুল আজহার দিন, দ্বিতীয় ও তৃতীয় দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত ৬০টি গরু ও ৪৫টি ছাগল কোরবানি করে ওই মাংস বিতরণ করা হয়।
এর মধ্যে ঈদের দিন রোববার ও ঈদের তৃতীয় দিন মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর শহরের উর্দুভাষী ক্যাম্পের হতদরিদ্র মানুষ ও দরিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে ৩৪ টি গরু ও ৩৫ টি ছাগলের কোরবানির মাংস প্রায় দুই হাজার গরিব পরিবারের মাঝে বিতরণ করা হয়। এ সময় সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে ঈদের দিন রোববার রংপুর সিটি কর্পোরশনের ১৯ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ কার্যক্রম শুরু হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক ও রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু।
এ সময় হিড’র সহ-সভাপতি এমএ বারী, প্রোগ্রাম ম্যানেজার সাব্বির হোসেন, সহকারি পরিচালক মো. শরফুদ্দিন, প্রশাসনিক সম্পাদক এম এ আউয়াল হোসেন, ওয়াকিল আহমেদ, মো. চাঁনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ঈদের দ্বিতীয় দিনে সোমবার রংপুর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড, ২৬ নম্বর ও ২৭ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র মানুষদের মাঝে কোরবানির পশুর মাংস বিতরণ করা হয়।
অন্যদিকে, ঈদের তৃতীয় দিন মঙ্গলবার সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিভিন্ন মহল্লায় কোরবানির মাংস বিতরণ কার্যক্রম চলে। দুই দিনে রংপুর সিটি কর্পোরশেন ও বদরগঞ্জ উপজেলা মিলে মোট ২৬ টি গরু ও ১০ টি ছাগলের মাংস প্রায় এক হাজার দুই শ’ হতদরিদ্র পরিবারের সদস্যর মাঝে বিতরণ করা হয়েছে।
হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড)এর নির্বাহী পরিচালক ও রংপুর সিটি করপোরেশন কাউন্সিল হারুন অর রশিদ জানান, সংস্থার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ গত তিন দিনে রংপুর ও নীলফামারীর ৩ হাজারের বেশি হতদরিদ্র পরিবার ও শিশু শিক্ষার্থীর মাঝে ৬০টি গরু ও ৪৫টি ছাগলের কোরবানির মাংস বিতরণ করেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি