রেলওয়ের টিকেট কালোবাজারীর দায়ে যুবকের কারাদন্ড ও অর্থদন্ড
দিনাজপুরের পার্বতীপুর জংশনে রেলওয়ের টিকেট কালোবাজারীর দায়ে এক যুবক কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি দেওয়ান জিয়াউর রহমান জিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রেলওয়ে থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আদালতের বিজ্ঞ বিচারকের নির্দেশে রেলওয়ে পুলিশ পার্বতীপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্লাটফর্মের টিকেট কাউন্টারের সামনে থেকে রেলওয়ের বেশ কয়েকটি টিকেটসহ টিকেট কালোবাজারীর অভিযোগে মোঃ ফয়সাল ইসলাম (২৩) কে হাতেনাতে গ্রেফতার করে। সে পার্বতীপুর রেলওয়ে শহরের বাবুপাড়া এলাকার মোঃ আব্দুল হামিদের পুত্র।
রেলওয়ের টিকেট সহ গ্রেফতার কৃত যুবককে ঘটনাস্থলেই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক। দন্ডিত যুবক কে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ