শিবগঞ্জের প্রবীণ আওয়ামী লীগ নেতা মোসলিম উদ্দিন টিও এর ইন্তেকাল
বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক শিক্ষাকর্মকর্তা মোসলিম উদ্দিন (টিও)(৮২) বার্ধক্য জনিত কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না..........রাজিউন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনী সহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক,সাবেক আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মীর শাহে আলম,শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু,আওয়ামী লীগ নেতা এমদাদুল হক এমদাদ, আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আমিনুল হক দুদু,ইমাম সমিতির সভাপতি মাওলানা আলমগীর হোসেন, পৌরসভা ৭নং ওয়ার্ড কাউন্সিলরশামছুদ্দোহা শামীম, বিশিষ্ট্য ব্যবসায়ী ওহিদুল আনোয়ার রুবেল, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বিএনপি নেতা বুলবুল ইসলাম, ইদ্রিস আলী, আব্দুল রাজ্জাক, আব্দুল করিম, কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান, যুবলীগ সভাপতি আব্দুস ছাত্তার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আহসান হাবিব সবুজ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুম পারভেজ মুকুল, শ্রমিক লীগ নেতা আব্দুল জলিল, সাংবাদিক সোহেল আক্তার মিঠু, আব্দুর রউফ রুবেল। বৃহস্পতিবার বাদ আছর শিবগঞ্জ বরকতিয়া জামে মসজিদ সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজের জানাজা শেষে হিলিপ্যাড সংলগ্ন মদিনাতুল উলুম হাফিয়া মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি