আদমদিঘীর কৃষকরা খরায় দিশে হারা
বগুড়ার আদমদিঘীতে প্রচণ্ড খড়ায় আবাদি জমির মাঠ ফেটে চৌচির ।র্দীঘ দিন বৃষ্টি না হওয়ায় সময় মত জমিতে হাল চাষ দিতে না পারায় দুষচিন্তায় কৃষক। তীব্র তাপদাহে কারনে অতিষ্ট হয়ে পরেছে জন জীবন ।
আদমদিঘীতে কৃষি অফিস সুত্রে জানা যায়। উপজেলায় ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি মৌসুমে ১২হাজার ১৮০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বৃষ্টি না হওয়ায় কৃষকেরা জমিতে হালচাষ দিতে পারছে না।কিছু কিছু এলাকায় পুকুর ও ডোবার পানি সেচ দিয়ে অল্প সংক্ষক জমি রোপন শুরু করেছে কৃষকরা। প্রতি বছর অষাঢ়ের ১৪/১৫ তারিখ থেকে ধান রোপন করতেন কৃষকরা।খরার কারনে চলতি মৌসুমে তা সম্ভব হয়নি ।আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) ঘুরে দেখা গেছে,সময় মত বৃষ্টি না হওয়ায় জমি চৌচির হয়ে গেছে। খাঁ খাঁ করছে কৃষকের স্বপ্ন ফলানো মাঠের পর মাঠ।পুশিন্দার কৃষক অনুপ কুমার,চাঁপাপুরে জয়নাল , মুরইলের হায়দার,সাওারসহ অনেকের সাথে কথা বললে তারা বলেন ,তীব্র খরায় আমাদের মাঠ পুরে ফেটে চৌচির হয়েগেছে। জমিতে হাল দেওয়া সম্বব হয়নি।বৃষ্টি হলে এত দিন তৈরি করা হতো,সময় মত রোপা আমন ধান রোপন করা হয়ে যেত।
এ ব্যাপারে উপজেলার কৃষিবৃদ/কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী বলেন,প্রচণ্ড খরার কারনে কৃষকেরা মাঠে হাল চাষ করতে পারছেন না।বৃষ্টি হতে দেরি হলে গভীর নলকূপ বা পুকুর থেকে সেচ দিয়ে জমি তৈরি করে রোপা ধান রোপান করা যেতে পারে।

আদমদিঘী বগুড়া সংবাদদাতাঃ