বিশ্বজিৎ হত্যা মামলার পলাতক আসামি বগুড়ার শিবগঞ্জ থেকে গ্রেফতার
ঢাকার আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দীনকে (৩০) গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলাউদ্দীন পঞ্চগড়ের অটোয়ারী থানার ছোটধাপ এলাকার হাবিবুর রহমানের ছেলে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী ওই আসামির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্বজিৎ হত্যাকা- এবং রায় ঘোষণার পর থেকেই আলাউদ্দীন বিভিন্ন স্থানে আত্মগোপন করে পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবগঞ্জ থানা পুলিশ তাকে মোকামতলা বন্দর এলাকা থেকে গ্রেফতার করে।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ দাসকে ঢাকার সদরঘাটে বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদ- ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদ- দেন। এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান, বিশ^জিৎ হত্যার মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামী শিবগঞ্জ থানাধীন মোকামতলা বন্দরে তার শ^শুর বাড়ী থেকে আটক করা হয়। সে এজাহার ভূক্ত মামলার ৪নং আসামী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলায় পঞ্চগড়ের আটোয়ারী থানায় গ্রেফতারের পরোয়ানা জারি রয়েছে। একারণে গ্রেফতারকৃত আলাউদ্দিনকে শুক্রবার সন্ধ্যায় আটোয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ