লক্ষ্মীপুরে ডোবা থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর সদর উপজেলার দুর্গম চর এলাকার ডোবা থেকে সামিয়া আক্তার (১০) ও তাজমুল হোসেন (৭) নামের দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার চররমনী ইউনিয়নে মেঘনা নদীর জেগে ওঠা মেঘার নব্যার চরে শনিবার এ ঘটনা ঘটে।
শনিবার (১৬ জুলাই) দিবাগত রাতে পুলিশ ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চর মেঘার নব্যার চরে এ ঘটনা ঘটে।
শনিবার বিকেলে ওই দুই শিশু বাবার সঙ্গে বাড়ি থেকে বের হয়ে নদীর পাড়ে একটি দোকানে যায়। দোকান থেকে সদাই কিনে দিয়ে দুই সন্তানকে নৌকাযোগে বাড়ির পথে পাঠিয়ে দিয়ে বাবা সুজন ডালি সেখানেই থেকে যান। নদীতে হঠাৎ জোয়ারের পানি বেড়ে যাওয়ায় হারিয়ে যায় তারা। এর কয়েক ঘণ্টা পর তাদের রক্তাক্ত মরদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়। এমন প্রেক্ষাপটে প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছে তাদের পরিবার। তবে এ ঘটনাকে স্থানীয়রা রহস্যজনক বলে মন্তব্য করেছেন।
এদিকে এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ।
শিশুদের পারিবারিক সূত্রে জানা যায়, সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের দুর্গমচর মেঘা এলাকার নব্যার চরে পরিবার নিয়ে বাস করেন কৃষক সুজন ডালি। সম্প্রতি তার প্রতিবেশী প্রভাবশালী আক্কাছ ব্যাপারী ও বিলকিছ গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধে মামলা চলমান রয়েছে। এর জের ধরে তাদের নানা হুমকি ধামকিতে সুজন ওই চরে দিনাতিপাত করছিলেন। শনিবার বিকেলে ৩ সন্তান নিয়ে নৌকাযোগে বাড়ির পাশের একটি দোকানে সদাই করতে যান তিনি। এরপর বড় সন্তানকে তার সঙ্গে রেখে দিয়ে ছোট দুই সন্তান সামিয়া ও তাজমুলকে নৌকায় উঠিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে ছেড়ে দেন। এসময় নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেতে শুরু করে। ডুবে যায় আশেপাশের বিস্তীর্ণ চর এলাকা। কিছুক্ষণ পর তাদের খোঁজ নিতে গিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি ডোবায় লাশ মিলে।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার করে। দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোক নেমে আসে। এসময় নিহতদের শরীরে বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণের দৃশ্য চোখে পড়ে বলে জানায় স্বজনরা।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, ভাই ও বোনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক