শিবগঞ্জে আমনের বীজতলা নিয়ে বিপাকে কৃষকেরা
বগুড়ার শিবগঞ্জ উপজেলা উত্তর অঞ্চলের শস্য ভান্ডার হিসেবে পরিচিত। এ অঞ্চলের উর্বর জমিতে এলাকা ভিত্তিক ৩-৪ ফসল উৎপাদন করে থাকে কৃষক। আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল। এখন ভরা বর্ষার মৌসুম। কিন্তু এই ভড়া মৌসুমীয় আশানারুপ বৃষ্টির দেখা মেলেনি কৃষকের। আষাঢ় মাস পেরিয়ে শ্রাবনে ৩ দিন অতি বাহিত হলেও এলাকার কৃষকরা মাঠে রোপন করতে পারছে না আমন ধানের চারা। ইতি মধ্যে বীজতলায় রোপা আমনের চারা (বিছন) পরিপক্ক হয়ে অনাবৃষ্টির কারণে রোদে পুড়ে লাল হয়ে যাচ্ছে।
এমতাবস্থায় বীজতলা নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা। বৃষ্টির পানির অভাবে জমি চাষ করে ধান রোপনের জন্য প্রস্তুত করতে পারছেন ধানের ক্ষেত। কৃষি অধিদপ্তরের তথ্য মতে, উপজেলা শস্য ভান্ডার হিসেবে পরিচিত এ উপজেলায় কৃষকরা ৮৫০ হেক্টর জমিতে আমন ধানের বীজতলা তৈরি করেছে। যা আরো ১০ হেক্টরে উন্নতি হবে। এ উপজেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা সাড়ে ১৮ হাজার হেক্টর।
এ উপজেলার কৃষকেরা বলছে, এ উপজেলার প্রধান ফসল ধান, কিন্তু সময় মতো বীজতলা তৈরী না করতে না পারলে আমন ধানের চারা সময় রোপন করা সম্ভব হবে না। প্রচন্ড তাপদাহের ফলে উপজেলার আমন ধানের বীজতলা পুরে নষ্ট হযে যাচ্ছে। তারা বীজতলা রক্ষার জন্য গভীর নলকূপ ও অগভীর নলকূপের মাধ্যমে পানি সেচ প্রদান করতে হচ্ছে। এতে করে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। অপর দিকে সকল এলাকায় গভীর অগভীর নলকূপ বন্ধ থাকায় সময় মত সেচও দিতে পারছেন এলাকার কৃষকরা।
শনিবার আটমূল, পিরব, বুড়িগঞ্জ, বিহার, সহ শিবগঞ্জ পৌর এলাকার মীরেরচক মাঠে গভীর নলকূপের মাধ্যমে কৃষকদের বীজতলায় পানি দিতে দেখা গেছে এলাকার কৃষকদের। গভীর নলকূপের মালিক নজরুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টি না হওয়ায় ধানের বীজতলা পুরে নষ্ট হয়ে যাচ্ছে, বীজতলা রক্ষার্থে বাধ্য হয়ে গভীর নলকূপ চালু করতে হয়েছে। তিনি আরো বলেন, আমার নলকূপ থেকে প্রায় শতাধিক কৃষকের বীজতলায় পানি সেচ প্রদান করছি। পিরব, কুমলিহার, এলকার প্রবীন কৃষক লোকমান হোসেন বলেন, বিগত বছরে এ প্রচন্ড খরা দেখেনি। প্রায় ৮৫ বছর বয়সে প্রকৃতির এমন বিরুপ প্রভাবে আমরা দিশেহারা হয়ে পড়েছি। বর্তমানে চৈত্র মাসে বন্যা, শ্রাবণ মাসে খড়া এই প্রথম দেখলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকার বলেন, আমন ধানের বীজতলা রক্ষা করার জন্য সেচ ব্যবস্থা চালু রাখতে বাংলাদেশ কৃষি কর্পোরেশনের সেচ বিভাগকে তাদের গভীর নলকুপগুলি চালু রাখার ব্যাপারে পরামর্শ প্রদান করা হয়েছে। অল্প কিছু দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইনশা আল্লাহ। এখনো রোপা আমন চাষের জন্য বেশ কিছু দিন হাতে রয়েছে। ভাদ্র মাসের ১ম সপ্তাহ পর্যন্ত রোপা আমন এর ক্ষেত প্রস্তুত করে ধান রোপন করা সম্ভব। এব্যাপারে মাঠ পর্যায়ে আমাদের উপসহকারি কৃষি কর্মকর্তা বৃন্দ সার্বিক পরামর্শ ও সহযোগিতা প্রদান করছে। বীজতলা রক্ষার্থে মোটা সবুজ রঙ্গের পলিথিন দিয়ে প্রচন্ড তাপদাহ থেকে রক্ষা পেতে চার কোনায় খুটি দিয়ে ছাউনী তৈরি করে ঢেকে রাখলে তাপদহ থেকে রক্ষা পাওয়া যাবে। বেশি করে সেচ দিয়ে বীজতলা রক্ষা করা সম্ভব। সে ক্ষেত্রে নিচু এলাকা বীজতলা গুলি নদি নালা, খালবিলের পানি সেচ দিয়ে বীজতলা সার্বিক পরিচর্যা করলে অনেক উপকার পাওয়া যাবে।

সোহেল আক্তার মিঠু, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ