আদমদীঘিতে প্রত্যায়ন পত্রের অর্থ গ্রহনে ইউপি সচিব হাসপাতালে
বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন পরিষদে প্রত্যায়নপত্রের অর্থ গ্রহনে স্থানীয়দের হাতে গনধোলায়ে আহত হয়ে হসপাতালে ভর্তি হয়েলেন , চাঁপাপুর ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম (৪০)।
জানা যায়, আদমদীঘির চাঁপাপুর এলাকার শহিদুল ইসলাম চাঁপাপুর ইউনিয়ন পরিষদে একটি প্রত্যয়নপত্র নিতে গেলে ইউপি সচিব জাহাঙ্গীর আলম সরকারী ফি বাবদের কথা বলে ১০০ টাকা গ্রহন করে প্রত্যায়ন পত্র প্রদান করেন। প্রত্যায়ন পত্রে ভুল হওয়ায় পুনরায় গত ১৭ জুলাই রবিবার চাঁপাপুর ইউপি সদস্য মিলন হোসেন কে সাথে নিয়ে ইউপি সচিব জাহাঙ্গীর আলমের নিকট পুনরায় সংশোধনের জন্য গেলে তিনি সরকারী ফি বাবদ আবারও ৫০ টাকা দাবী করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভুক্তভোগী লোকজন সহ জাহাঙ্গীর আলমকে মারপিট করেন। ঘটনার দিন দুপুর আড়াইটার সময় ইউপি সচিব জাহাঙ্গীর আলম উপজেলা হাসপাতালে ভর্তি হয়। এঘটনায় সাংবাদিকরা জানতে পেরে সংবাদ সংগ্রহের জন্য বিকেল ৫ টার সময় হাসপাতালে গিয়ে ইউপি সচিব জাহাঙ্গীর আলমকে হাসপাতালের ৫ নম্বর বেডে পাওয়া যায়নি। ডিউটিরত সেবিকাদের জিজ্ঞাস করলে তারা বলেন দুপুরে ভর্তি হয়েছিলো এখন কোথ্য়া গেছে তা বলতে পাছিনা আমরা। হাসপাতাল থেকে বের হয়ে আদমদিঘী উপজেলা পরিষদের গেটের সামনে দেখা মিলে ইউপি সচিব জাহাঙ্গীর আলমের,কথা হয় জাহাঙ্গীর সাথে সংবাদকর্মিদের। সেখানে কথা হলে তিনি টাকা গ্রহনের কথা স্বীকার করে বলেন সরকারী ফি চাওয়ায় আমাকে মারপিট করেন।
চাঁপাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মিলন হোসেনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা শিকার করেন তবে মারপিটের কোন ঘটনা ঘটেনি কথা কাটাকাটি হয়েছে।
এব্যাপারে চাঁপাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের সাথে কথা বললে তিনি বলেন, ঘটনার সময় আমি পরিষদে ছিলাম না তবে প্রত্যায়ন পত্রের সরকারী কোন ফি নেই। প্রত্যায়নপত্রের কোন টাকা সচিব নিতে পারেনা।
উপজেলা নির্বাহি অফিসার শ্রাবনী রায় বলেন, প্রত্যায়ন পত্রের সরকারী কোন ফি নেই।

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা