চট্টগ্রামে একদিনে ৭৭ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭৭ জন। এদিন কোন রোগী মারা যায়নি।
গত ২৪ ঘণ্টায় ৪১৮ জনের নমুনায় পরীক্ষায় ৭৭ জন সংক্রমণ হয়। এদিন নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ১৮ দশমিক ৪২ শতাংশ।
মঙ্গলবার (১৯ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এদিন চট্টগ্রামের দশটি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে ৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৪টি পজিটিভ আসে, চমেক হাসপাতাল ল্যাবে ৫০ নমুনায় ৯টি, শেভরন ল্যাবে ৪৭ নমুনা পরীক্ষায় ৬টি, ইম্পেরিয়াল ল্যাবে ২৬ টি নমুনায় ৮টি, এভারকেয়ারে ৮ টি নমুনায় ৭ টি, ইপিক ল্যাবে ৩৪ টি নমুনায় ৩টি, মেট্টোপলিটনে ৯১ নমুনায় ৭টি এবং এশিয়ান হাসপাতাল ল্যাবে ৫৫ টি নমুনায় পরীক্ষা ৭টি পজিটিভ আসে। সবমিলে এদিন নগরে নতুন শনাক্ত হয় ৭২ জন এবং উপজেলায় রোগী শনাক্ত হয় ৫ জন।
এনিয়ে চট্টগ্রামে মোট করোনায় শনাক্ত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ১৬৫ জন। মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৬৬ জন।

অনলাইন ডেস্ক