সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের সহকারী লাইব্রেরিয়ান রহিমার ইন্তেকাল
নীলফামারীর সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী লাইব্রেরিয়ান রহিমা খাতুন ময়না ইম্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি গত সোমবার রাতে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি দীর্ঘদিন যাবত কিডনি ও ডায়াবেটিস রোগো ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্বামী, দুই ছেলে, মেয়ে, নাতি- নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মরহুমার কর্মস্থল সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাঁর নামাজে জানাজায় আত্মীয়-স্বজন ছাড়াও সহকর্মী, পাড়া প্রতিবেশী, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমাকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে নীলফামারী জেলা পরিষদ সাবেক সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মো আব্দুল গফুর সরকার, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার, অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সহকারী প্রধানশিক্ষক শফিকুল ইসলাম, আল-ফারুক একাডেমির প্রধানশিক্ষক শফিকুল ইসলাম, সাপ্তাহিক জনসমস্য পত্রিকার সম্পাদক প্রভাষক শওকত হায়াত শাহ্, পৌর কাউন্সিলর শাহীন আক্তার, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, পৌর কাউন্সিলর আব্দুল খালেক সাবু,সৈয়দপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার পাটোয়ারী, সাবেক পৌর কাউন্সিলর জিয়াউল হক জিয়া, সমাজসেবক রবিউল আউয়াল,সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ