বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন সড়ক দুর্ঘটনায় আহত
বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন (৩৩) গুরুতর আহত হয়েছেন ৷
আজ মঙ্গলবার সকালে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলায় মাঝিরা বি-ব্লক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে ৷ আহত রেজওয়ানুল হক চৌধুরী শোভন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার মো. নুরন্নবী চৌধুরী খোকনের ছেলে ৷ তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ৷
জানা যায়, ঈদুল আযহা পরিবারের সাথে উদযাপন করতে স্ত্রী তোহফা সাদিয়া বিথিসহ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় গ্রামের বাড়িতে আসেন শোভন ৷ ঈদ উদযাপন শেষে মঙ্গলবার সকালে ঢাকা ফেরার পথে বগুড়া শাজাহানপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের বি-ব্লক এলাকায় পৌঁছলে শোভনকে বহনকারী প্রাইভেটকারে বিপরীত মুখ থেকে বেপরোয়া গতিতে আসা একটি হাইস ধাক্কা দেয় ৷ এতে শোভনের প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও শোভন গুরুতর আহত হন ৷ তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া সিএমএইচ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয় ৷ বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক ।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো: রফি তালুকদার জানান, ঈদ উদযাপন শেষে রেজওয়ানুল হক চৌধুরী শোভন, তার স্ত্রীসহ পীযূষ ও শাকিল নামে আরো দুজন কুড়িগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন ৷এ দুঘর্টনায় শোভন আহত হলেও বাকিরা অক্ষত রয়েছেন ৷ বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নেয়া হবে ৷

ষ্টাফ রিপোর্টার