প্রীতি বালিকা ফুটবল ম্যাচে বিজয়ী সৈয়দপুর বালিকা একাডেমি
রংপুরের বদরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে সৈয়দপুর উপজেলা বালিকা একাডেমি বিজয়ী হয়েছে। তারা বদরগঞ্জ উপজেলা বালিকা ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারিয়েছে।
সোমবার বিকেলে বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে ওই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচ শেষে বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ বিজয়ী সৈয়দপুর বালিকা একাডেমির খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন।
ট্রফি বিতরণ অনুষ্ঠানে রংপুর জেলা ক্রীড়া অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ প্রীতি ফুটবল ম্যাচে সৈয়দপুর বালিকা একাডেমিকে সার্বিক সহযোগিতা দেন সৈয়দপুর পৌর ছাত্র লীগের সদ্য সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেন। আর সৈয়দপুর বালিকা একাডেমির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম। টিম ম্যানেজার হিসেবে ছিলেন বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাম মন্ডল ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা।
বিজয়ী সৈয়দপুর বালিকা একাডেমিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হুসাইন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ