সৈয়দপুরে কৃষি বিভাগের আয়োজনে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধি দফরের আয়োজন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ওই মেলা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপু উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী ও পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু।
ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি করেন ও স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম।
অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মমতা সাহা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল আলম, উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ, ব্যবসায়ী নেতা মো. ইদ্রিস আলীসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, কৃষক, বিপুল সংখ্যক দর্শনার্থী, গণমাধ্যম কর্মীরা ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইমরান সরদার। দিনব্যাপী মেলায় ৩৬ প্রকার ফল প্রদর্শন করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: