পোরশায় আবারো ঘর পেলেন ভূমিহীন ও গৃহহীন ৫০টি পরিবার
নওগাঁর পোরশায় আবারো নতুন করে ভূমিহীন ও গৃহহীন ৫০টি পরিবারকে ঘর প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশের সাথে পোরশা উপজেলার ৫০টি ঘর হস্তান্তরের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁর ডিডিএলজি উত্তম কুমার রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার প্রমুখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন প্রমুখ। উল্লেখ্য এর পূর্বে পোরশা উপজেলায় ১৫৯জন গৃহহীন পরিবারকে একই ঘর প্রধান করা হয়েছে।

অনলাইন ডেস্ক