পোরশায় সিসিডিবি’র প্রকল্প অবহিতকরণ সভা
নওগাঁর পোরশায় বেসরকারী সংস্থা খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সংস্থার কাইমেট চেঞ্জ প্রোগ্রামের আওতায় প্রোমোটিং কাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটিস ইন বাংলাদেশ (পিসিআরসিবি) নামের প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।\
ছাওড় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রকল্পের যাবতীয় কার্যক্রম সম্পর্কে ধারনা প্রদান করেন প্রকল্পটির উপজেলা সমন্বয়কারী স্টিভ রায় রুপন। প্রকল্পটির মাধ্যমে অত্র এলাকার জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন কার্যক্রমের স্থায়ীত্বশীল উন্নয়ন সাধিত হবে বলে অবহিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব রেজাউল করিম, হিসাব সহকারী রিপন রেজা ও ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :