পোরশায় উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন
নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে (২য় ধাপ) জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন বিষয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, এ পর্যায়ে পোরশা উপজেলায় ৫০জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ বাড়ি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়িগুলো হস্তান্তরের উদ্বোধন করেন। উদ্বোধনের পরেই ৫০জন পরিবারকে তাদের জন্য বরাদ্ধ জমির কাগজপত্র তুলে দেওয়া হয়েছে।
বাদ সম্মেলনে জানানো হয় গত জুন মাসের ৮তারিখ এ প্রকল্পের বরাদ্ধ পাওয়ায় বর্তমানে নির্মান কাজ এখনও চলমান রয়েছে। তবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। কাজ শেষ হলেই ৫০ পরিবারকে বাড়ির চাবি হস্তান্তর করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :