নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন
নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় পার্টির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলামকে আহ্বায়ক ও রশিদুল ইসলাম রশিদ ঠিকাদারকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা আহ্বায়ক কমিটি।
কিশোরগঞ্জ উপজেলার এ নতুন আহ্বায়ক কমিটিতে ৫ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৯৪ জনকে সদস্য করা হয়েছে। বুধবার (২০ জুলাই ২০২২) নীলফামারী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক সাংসদ এ্যাডভোকেট এন কে আলম চৌধুরী ও সদস্য সচিব এ কে এম সাজ্জাদ পারভেজের স্বাক্ষরিত কমিটি প্রকাশ করা হয়। নতুন এ কমিটিকে ৪৫ দিনের মধ্যে সর্বস্তরের কমিটি গঠন পূর্বক কাউন্সিলের মাধ্যমে উপজেলা কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়। #

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি