জেব্রা ক্রসিং কি তা জানেন না ৯০ শতাংশ রিকশাচালক
ট্রাফিক আইনের জেব্রা ক্রসিং সম্পর্কে কোন ধারণা নেই বগুড়া জেলা শহরের ৯০ শতাংশের বেশি রিকশাচালকের। ট্রাফিক আইন সম্পর্কে ব্যাপক প্রচারণা না থাকায় তাদের মধ্যে সচেতনতা গড়ে ওঠেনি।
শহরের সাতমাথাসহ বিভিন্ন রাস্তায় জেব্রা ক্রসিং এর চিহ্নিত স্থানে রাস্তা পারাপারের জন্য পথচারিরা দাঁড়িয়ে থাকলেও রিকশাচালকরা সেখানে তাদের যানবাহনের গতি আরও বাড়িয়ে দেয়। শুধু রিকশাচালকই নন ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল, বাসসহ অন্য মোটর যানও জেব্রা ক্রসিং আইন মেনে চলে না।
বগুড়া শহরে দুই যুগেরও বেশি সময় ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন মোজাজফর হোসেন। দিনের বেশির ভাগ সময়ে তিনি শহর কেন্দ্রিক যাত্রীদের বাড়ি, অফিস কিংবা প্রয়োজনীয় স্থানে পৌঁছে দেন। তবে ৪৮ বছর বয়সী মোজাফফর জানেন না ‘জেব্রা ক্রসিং’ কি।
যখন তার কাছে জানতে চাওয়া হলো বিষয়টি সম্পর্কে তিনি বললেন ‘এড্যা (এটি) আবার কি? কিছুটা হতবাক হয়ে সে জানালো আজকেই এই কথা প্রথম শুনিচ্ছি (শুনছি)।’
একই কথা বললেন রিকশাচালক সোহান সরকার। তার কথায়, বগুড়া শহরে কয়েক বছর ধরে ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছেন তিনি। তবে এই শব্দটা আজই জানতে পারলেন। জেব্রা ক্রসিং এর কাজ কি সেটাও জানা নেই তার।
শুধু মোজাফফর কিংবা সোহান নয়, জেলা শহরে প্রায় ৬০ হাজার রিকশা, ব্যাটারি চালিত রিকশা এবং থ্রি-হুইলার চলাচল করছে। যেগুলোর ৯০ শতাংশ চালকই জানেন না জেব্রা ক্রসিংয়ের ব্যবহার সম্পর্কে।
বুধবার সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, যাত্রী বহনের জন্য ব্যাটারি চালিত রিকশাগুলো যেখানে সেখানে দাঁড়িয়ে আছে। কেউ কেউ আবার শহরের প্রধান ফটকের যে জেব্রা ক্রসিংগুলো আছে সেগুলোও দখল করেছে।
দশম শ্রেণীর শিক্ষার্থী আন্দালিব বলেন, শহরের প্রধান প্রধান স্থানগুলো নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করছে এসব যানবাহনগুলো। পথচারীদের জন্য যেসব জেব্রা ক্রসিং আছে সেগুলোও এখন তাদের দখলে। এ কারণে আমাদের নানা ভাবে রাস্তা পারাপার হতে হচ্ছে। এমনকি যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে।
শহরের শপ্তাপদী মার্কেটে নষ্ট মোবাইল সাড়তে এসেছেন জেরিন আক্তার। জেব্রা ক্রসিং নিয়ে তার কণ্ঠেও ঝড়লো আক্ষেপ। কলেজ পড়ুয়া জেরিন বলেন, নানা কারণেই আমাদের শহরে আসতে হয়। তবে বেশির ভাগ সময়ই রাস্তা পারাপার হতে গিয়ে ঝামেলায় পড়ি। সাতমাথায় যে দু’একটি জেব্রা ক্রসিং আছে সেগুলো দখল করে থাকে রিকশা চালকরা। ফলে জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার হতে হয়। জেব্রা ক্রসিং সম্পর্কে সঠিক ধারণা না থাকায় সড়ক দুর্ঘটনার মতোও ঘটনা ঘটছে।
বগুড়ার ট্রাফিক সার্জন (টিআই) রফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
তবে জেলার এক ট্রফিক ইন্সপেক্টর মাহবুবুর রহমান বলেন, অনেক মানুষ যারা ক্ষেতে খামারে কাজ করতো, তারা স্বল্প কায়িক পরিশ্রমে অধিক রোজগারের আশায় জমিতে মজুরী না দিয়ে রিকশা চালাচ্ছে। তাদের বললেও তারা কোন কথা শোনে না। পৌরসভা এ বিষয়ে মাইকিং করে প্রচারণা চালালে জেব্রা ক্রসিংসহ অন্য আইন সম্পর্কে জানতে পারতো। এর জন্য ব্যাপক প্রচারণা প্রয়োজন।
খবর: ডেইলি অবজারভার

অনলাইন ডেস্ক