পঞ্চগড় জেলাকে ভূমিহীন ও গৃহহীনম্ক্তু ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
পঞ্চগড় জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। এই ঘোষণার মধ্য দিয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলায় ৪ হাজার ৮৫০টি পরিবার পেল দুই শতক জমির সাথে আধাপাকা একক ঘর। এসব ঘরে ঠাঁই পাবে ১৫ হাজার ১৫৯ জন আশ্রয়হীন মানুষ।
ভূমি ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা উপলক্ষে পঞ্চগড় প্রান্তে জেলা সদরের মাহানপাড়া আশ্রয়ণ প্রকল্পে এক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। এসময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, পৌর মেয়র জাকিয়া খাতুনসহ জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি