ফেনীতে ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর
ফেনীতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই জন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের পাঁচগাছিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আবদুস সামাদ।
তিনি জানান, এ ঘটনায় অটোরিকশার চালক ও এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

অনলাইন ডেস্ক