সৈয়দপুরে রাত আটটার পর দোকান খোলা, ১১ ব্যবসায়ীর অর্থ ও কারাদন্ড
নীলফামারীর সৈয়দপুরে সরকারের নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখার অপরাধে সাত দোকান মালিককে একদিনের করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে দিকে সৈয়দপুর শহরে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই সাজা প্রদান করা হয়। এছাড়াও চার দোকান মালিকের অর্থদন্ড করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সৈয়দপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সারাদেশে বিদ্যূুুৎ সাশ্রয়ের জন্য গত মঙ্গলবার থেকে রাত আটটার পর দোকানপাট বন্ধ করার নির্দেশনা জারি করেছেন সরকার। কিন্তু সরকারের ওই নির্দেশনা উপেক্ষা করে বাণিজ্য প্রধান সৈয়দপুর শহরে দোকানপাট পরিচালনা করা হচ্ছিল। এ অবস্থায় সরকারের নির্দেশনা কার্যকরী করতে গত বৃহস্পতিবার রাতে এক অভিযানে নামে সৈয়দপুর উপজেলা প্রশাসন। অভিযানকালে সরকারের নির্দেশনা অমান্য করে রাত আটটার পরও শহরের দোকানপাট পরিচালনা করা সময় সাত দোকান মালিককে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে সরকারের নির্দেশনা অমান্য করার অপরাধে প্রত্যেককে একদিনের করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতে বিজ্ঞ বিচারক উপজেলা সহকারী কমিশন (ভূমি) মো. মাহমুদুল হাসান।
কারাদণ্ডপ্রাপ্তরা হচ্ছে, সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়ার মো. তমিজ উদ্দিনের ছেলে মো. আরিফ (২৬), চৌমুহনীর মৃত সবুর উদ্দিনের ছেলে এনামুল (৩৫), জসিম বাজারের মৃত মমিনুল হকের ছেলে আজিজুল হক (৩২), নতুন বাবুপাড়ার খয়রাত হোসেনের ছেলে মো. রয়েল (২৫), বাঁশবাড়ীর মো. সেলিম হোসেনের ছেলে ওসমান (২২), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডীর সিরাজুল ইসলামের ছেলে মোকছেদুল (৪০) ও নীলফামারী সদরের দীঘলডাঙ্গীর গোলাম মোস্তফার ছেলে মাইদুল ইসলাম (২২)। এ অভিযানে আটক আরো ৪ ব্যবসায়ীকে দুই শত টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
এ অভিযানে সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্রী লক্ষ্মী নারায়নসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ