দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা ডলারের ইন্তেকাল
দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ হোসেন ডলার(৩৫) সড়ক দুর্ঘটনায় গত ২৩জুলাই শনিবার বিকেলে নিহত হয়েছে। নিহত ডলার দুপচাঁচিয়া পৌর এলাকার জয়পুরপাড়া মহল্লার গুলজার হোসেনের ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুরে ডলার জয়পুরহাট জেলার আক্কেলুরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেন দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, সহসভাপতি আশরাফুজ্জামান সাগর, আকরাম হোসেন, মিজানুর রহমান মিজু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, সাংগঠনিক সম্পাদক মহসীন মিলন, দুপচাঁচিয়া পৌর যুবলীগের সভাপতি রতন মন্ডল, তালোড়া পৌর যুবলীগের সভাপতি কাইয়ুম হোসেন, সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরি রনি প্রমুখ।

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ