শেরপুর পৌরসভার ৬৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা
দৃষ্টিনন্দন ও আধুনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে নানামুখী টেকসই উন্নয়নসহ নাগরিক সেবার মান বৃদ্ধির আশ্বাস দিয়ে বগুড়ার শেরপুর পৌরসভার ২০২২-২৩ অর্থবছরে ৫৯ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৩ জুলাই) দুপুরে শেরপুর পৌরশহরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত জনাকীর্ণ পরিবেশে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা।
উক্ত বাজেট অধিবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মো: হাবিবর রহমান।
বাজেট অধিবেশনে এমপি হাবিবর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার আছে বলে বলেই দেশ আজ উন্নয়নের শিখরে পৌছে বিশ^ দরবারে সমাদৃত হয়েছে। আগে বাংলার মানুষ না খেয়ে থাকতো, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতার আসার পর থেকেই একটি মানুষও আর না খেয়ে থাকে না, এদেশের একটি পরিবারও গৃহহীন থাকবেনা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাম গঞ্জের অভূতপূর্ব উন্নয়নে এখন গ্রামগুলো শহরে পরিণত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে ততদিনই এদেশ আরো উন্নয়নের দিকে ধাবিত হবে।
এছাড়াও শেরপুর পৌরসভাকে একটি আধুনিক ও টেকসই উন্নয়ন নিয়ে নানাবিধ সমস্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যত পরিমান সহায়তা প্রয়োজন সবটুকই ব্যবস্থা করে দিবেন আশ^স্ত করেন এমপি ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সী আলহাজ¦ সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সনাতন চন্দ্র সরকার, প্রবীন আইনজীবি আবুল কালাম আজাদ প্রমুখ।
পৌরসভার নানামুখী উন্নয়নসহ নাগরিক সেবার মান বাড়ানোর জন্য এবারের বাজেটে বিশেষ পরিকল্পনা রাখা হয়েছে। বাজেটে নিজস্বখাত, হাট ইজারা ও সরকারি অনুদান থেকে রাজস্ব আয় হিসেবে ৬ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরি ৬ কোটি, মিউনিসিপ্যাল গভর্ন্যান্স প্রকল্প (ও এন্ড এম) ও মিউনিসিপ্যাল গভার্নেস সার্ভিসেস প্রজেক্ট এমজিএসপি থেকে ৩১ কোটি ৫০ লাখ টাকা, পানি সরবরাহ, ড্রেনেজ-বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে ৫ কোটি ও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ৬ কোটি টাকা ও কোভিড-১৯ ও ডেঙ্গু মোকাবেলা সহায়তা থেতে ৪ কোটি আয় ধরা হয়েছে। অপরদিকে ওইসব নানামুখী উন্নয়ন কর্মসূচির জন্য সমপরিমান টাকা বাজেটে ব্যয় ধরা হয়েছে।
ঘোষিত বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা বলেন, ২০২১ সালে আপনাদের মূল্যবান ভোটে আমাকে মেয়র পদে ৩য় বারের মত নির্বাচিত করেছেন। প্রাচীনতম পৌরসভা হিসেবে ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়ে পর্যায়ক্রমে ১১৯৯ সালে ‘ক’ শ্রেণীতে উন্নীত হয়েছে। শেরপুরকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা মাফিক কর্মযজ্ঞ চালানো হচ্ছে। বিশেষ করে বিশ্বব্যাংকের অর্থায়নে এমজিএসপি প্রকল্পের কাজ চলমান রয়েছে। ফলে পৌরসভার রাস্তা-ঘাট, ড্রেন, কালভার্ট, বাজার ব্যবস্থার আধুনিকায়নের জন্য পৌর কিচেন মার্কেট এখন দৃশ্যমান ছাড়াও অভূত উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে বলে আমরা বিশ^াস করি।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে সবুজ চৌধুরী, দীপক কুমার সরকার ও সৌরভ অধিকারী শুভ’র পৌরসভার উন্নয়ন কর্মকান্ড নিয়ে নানা সমস্যাভিক্তিক প্রশ্ন উপস্থাপন হয়। এসময় প্রশ্নোত্তর পর্বে মিলিত হয় পৌর মেয়র জানে আলম খোকা।
এসময় ওই বাজেট অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র- সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, প্যানেল মেয়র-৩ মমতাজ বেগম রুবি, কাউন্সিলর করুনা রানী ঘোষ, শারমিন আকতার, শুভ ইমরাম, বদরুল ইসলাম পোদ্দার ববি, নিমাই ঘোষ, ফিরোজ আহম্মেদ জুয়েল, ফারুক ফয়সাল, চন্দন কুমার দাস রিংকু, জাকারিয়া মাসুদ, পৌর নির্বাহী ইমরোজ মুজিব, নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামিম, রিয়াজ হোসেন, মামুনুর রশীদসহ পৌর কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধী মহল উপস্থিত ছিলেন।

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ