প্রশাসনকে সেবক হিসাবে দায়িত্ব পালন করতে হবে
অতিরিক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার সার্বিক মোঃ জিয়াউল হক বলেছেন, বর্তমান সরকার প্রশাসনকে জনগণের শাসক নয়, সেবক হিসাবে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেছেন। প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারী জনগণের সেবক। সকল প্রশাসন বাংলার জনগণের সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কারণ জনগণের করের টাকায় আমাদের বেতন, ভাতা হয়ে থাকে। তাই জনগণই সকল ক্ষমতার উৎস। সাধারণ মানুষের প্রতি উদার হয়ে সকল ধরনের সেবা দেওয়ার আহ্বান জানান।
তিনি প্রধান অতিথির বক্তব্যে সোমবার শিবগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ কালে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, নারী ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তারক নাথ কুন্ডু, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, শিক্ষাকর্মকর্তা এস.এম সারোয়ার জাহান,কৃষি অফিসার আল- মুজাহিদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, নির্বাচন অফিসার আনিসুর রহমান।এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুর ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাসার, সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহানারা খাতুন, তথ্য প্রযুক্তি কর্মকর্তা মাহফুজার রহমান, তথ্য কর্মকর্তা রোমানা আক্তার, শিবগঞ্জ মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষষক আতাউর রহমান মন্ডল, ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, জাহিদুল ইসলাম, আবু জাফর, এসকেন্দার আলী সাহানা, আব্দুর মোত্তালেব।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি