ধার্যকৃত মূল্যে কাঁচা চা পাতা না কেনায় পঞ্চগড়ে দুটি চা কারখানাকে অর্থদন্ড
কাঁচা চা পাতা মূল্য নির্ধারণ কমিটি কর্তৃক ধার্যকৃত মূল্যে কাঁচা চা পাতা না কেনায় পঞ্চগড়ে ২টি চা কারখানাকে অর্থদন্ড করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার মৈত্রী টি ফ্যাক্টরী ও নর্থ বেঙ্গল টি ফ্যাক্টরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হক।
এসময় চা বোর্ডের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন, পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রশিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, কাঁচা চা পাতা মূল্য নির্ধারণ কমিটি কর্তৃক সর্বশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক প্রতি কেজি কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ করা হয় ১৮ টাকা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ নির্ধারিত দরের চেয়ে অনেক কম দামে এবং কারখানায় আনা পাতার ওজন থেকে শতকরা ১৫-২০ ভাগ কর্তন করছে। এতে করে ক্ষতিগ্রস্থ হচ্ছেন চা বাগান মালিকরা। নির্ধারিত মূল্য কাঁচা চা পাতা ক্রয় না করায় বিভিন্ন সময় আন্দোলনে নামে চা বাগান মালিকরা। তাদের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হক ওই অভিযান পরিচালনা করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক জানান, চা বাগান মালিকদের স্বার্থে কমিটি নির্ধারণ মূল্যে চেয়ে কম দামে কাঁচা চা পাতা ক্রয়ে করলে অন্যান্য চা কারখানাগুলোতেও নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

পঞ্চগড় প্রতিনিধি