বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২
বাগেরহাটের ফকিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ জুলাই) সকাল পৌনে ১১টায় উপজেলার পালেরহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানাগেছে,দুর্ঘটনা কবলিত বাসটি মেঘনা ক্লাসিক পরিবহনের। বাসটি সকালে ঢাকা থেকে বাগেরহাটের শরণখোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। নিহত দুইজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা গেলে দুইজন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

অনলাইন ডেস্ক