ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন ভাইয়ের মৃত্যু
ফেনী শহরের নাজির রোডে সেপটিক ট্যাংক বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন তিনি ভাই।
মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে ফেনী শহরের নাজির রোড-সংলগ্ন আনোয়ার উল্যা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের ফুলহাতা গ্রামের ছৈয়দালী মুন্সির ছেলে মো. মুনীরুজ্জামান মুন্সী, তার ভাই নুরুল ইসলাম মুন্সী ও মো. আবদুর রহমান মুন্সী। তারা তিন জনই নির্মাণশ্রমিক হিসেবে ফেনীতে দীর্ঘদিন কাজ করতেন এবং ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নাজির রোডের বাসিন্দা রুহুল আমিন মিয়ার নির্মাণাধীন চারতলা ভবনের সেপটিক ট্যাংকের ওপর নির্মিত কক্ষে ওই তিন ভাই ভাড়া থাকতেন। ঘটনার সময় তারা ওই কক্ষে ছিলেন। হঠাৎ সেপটিক ট্যাংকের বিস্ফোরণে ঘটনাস্থলেই তাদের দুই জন মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণচন্দ্র মৃৎসুদ্দি বলেন, দীর্ঘ সময় ঢাকনা বন্ধ থাকলে সেপটিক ট্যাংকের ভেতরে একধরনের বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, ওই বিষাক্ত গ্যাসের বিস্ফোরণে আর অক্সিজেন–সংকটের কারণে তিনজনের মৃত্যু হয়েছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানায়, নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক