পঞ্চগড়ে শ্রমিক জাগপার জেলা সম্মেলন ও কমিটি গঠন
পঞ্চগড়ে জেলা শ্রমিক জাগপার জেলা সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে পঞ্চগড় জেলা শহরের বকুলতলায় জেলা জাগপা কার্যালয়ে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, সদস্য আব্দুল খালেক, সদর উপজেলা জাগপার সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন সেলিম, যুব জাগপার তৌফিক হোসেন মুসা, খোরশেদ আলমসহ জেলা ও উপজেলা জাগপা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে আব্দুস সালামকে সভাপতি ও মানিক হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট শ্রমিক জাগপার জেলা কমিটি ঘোষণা করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি