রায়নগর ইউনিয়নে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে মুজিবর্ষের উপহার ভূমিহীন ও গৃহহীনদের বাড়ী, একটি বাড়ী একটি খামার প্রকল্পের আওতায় পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ সুবিধা ভোগীদের সঙ্গে উঠান বৈঠক, রায়নগর ইউনিয়ন পরিষদ ভবন ও রায়নগর ইউনিয়ন ভূমি অফিস সহ বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজশাহী মোঃ জিয়াউল হক।
এসব কার্যক্রমের মধ্যেঘাগুর দুয়ার গ্রাম উন্নয়ন সমিতির উপকার ভোগীদের সাথে উঠান বৈঠকে মিলিত হন এবং রায়নগর ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে মুজিবর্ষের উপহার ভূমিহীন ও গৃহহীনদের বাড়ীর বসবাসকারী সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, রায়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক, রায়নগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাইফুজ্জামান, ইউপি সচিব রাসেল খান।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ