পার্বতীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
দিনাজপুরের পার্বতীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) বিকেলে পার্বতীপুর পৌর স্টেডিয়ামে প্রাথমিক শিক্ষা বিভাগ, পার্বতীপুর এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ফিজার মাননীয় সাংসদ সদস্য দিনাজপুর -৫ ও সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগ।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক, চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ পার্বতীপুর উপজেলা শাখা দিনাজপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ আমজাদ হোসেন সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পার্বতীপুর উপজেলা শাখা দিনাজপুর, মোঃ আমিরুল মোমেনিন মোমিন ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, পার্বতীপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ