পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির পূনরায় উৎপাদন শুরু
দিনাজপুরের পার্বতীপুরে বুধবার ২৭ জুলাই ২০২২ থেকে পূনরায় শুরু হলো বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন। গত ১ মে খনির ১৩১০ নম্বর ফেইজ (কূপ) থেকে কয়লা উত্তোলন শেষ হয়, যা ১৯ জুন থেকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং নতুন করে ১৩০৬ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলনের প্রক্রিয়া শুরু করা হয়। পরিত্যক্ত ফেইজ থেকে নতুন ফেইজে যন্ত্রপাতি স্থানান্তর ও সংস্কার কাজ সম্পন্ন করে আগস্টের মাঝামাঝি খনির ১৩০৬ নম্বর ফেইজ থেকে কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
জানা গেছে, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় অধিক জনবল নিয়োগের মাধ্যমে নির্ধারিত সময়ের প্রায় ২০ দিন আগেই পরীক্ষামূলকভাবে পূনরায় শুরু হলো কয়লা উৎপাদন।
বুধবার (২৭ জুলাই) সকাল ৯ টা ৩০ মিনিটে অনলাইনে আনুষ্ঠানিকভাবে কয়লা উৎপাদন কার্যক্রম পূনরায় শুরু করা হয়। এসময় পেট্রোবাংলা প্রান্তে চেয়ারম্যান, পেট্রোবাংলা ও পরিচালক (অপারেশন ও মাইন্স), পেট্রোবাংলা এবং বড়পুকুরিয়া প্রান্তে কোল মাইনিং কোম্পানী লিমিটেডের এমডিসহ কর্মকর্তাবৃন্দ ও কয়লা খনির চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের কর্মকর্তাবৃন্দ সংযুক্ত ছিলেন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ