শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শিবগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনেগৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৮তমপ্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। কর্মসূচীর মধ্যে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতে শ্রুদ্ধাঞ্জলী অর্পন, শিবগঞ্জ সরকারি এম.এইচ বিশ^বিদ্যালয় কলেজ মাঠে স্বেচ্ছায় রক্তদান ও বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালী ও কেক কর্তন করা হয়। উক্ত আলোচনা সভা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও মোকামতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব সবুজ এর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সার্বিক সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট উজ্জল প্রসাদ কানু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি মোহাম্মদ আলী সিদ্দিক, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক ও বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ এমদাদুল হক এমদাদ, রিজ্জাকুল ইসলাম রাজু, শাহাবুদ্দিন শিবলী, সোহেল আক্তার মিঠু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি শাহেনশাহ্ মন্ডল,গণেষ প্রসাদ কানু, যুগ্ম সম্পাদক পল্লব ঘোষ, আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ, আলী হাসান শুভ, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু কায়েব, সাধারণ সম্পাদক ইমামুল মোস্তাক জয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্র লীগ সাধারণ সম্পাদক মাসুম পারভেজ মুকুল, ছাত্র লীগ নেতা আবু রায়হান, আমানুল হক আরমান, নাইম, আসিক। সন্ধ্যায় বঙ্গবন্ধু স্কয়ারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ