শিবগঞ্জে ৫শত অবৈধ স্থাপনা উচ্ছেদ
বগুড়ার শিবগঞ্জে সড়ক ও জনপথের অভিযানে মঙ্গলবার সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান আমাদের প্রতিনিধি কে জানান, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ঐতিহাসিক মহাস্থান গড় থেকে শিবগঞ্জ আমতলী সড়কটি সড়ক ও জনপথের আওতায় আঞ্চলিক মহাসড়ক হিসাবে ঘোষণা করা হয়। সড়কটি ঢাকা-রংপুর মহাসড়কের বিকল্প সংযোগ সড়ক হিসাবে ব্যাপক গুরুত্ব বহন করায় সড়কটির প্রশস্ত ও সংস্কার কাজের জন্য সড়ক ও জনপথ দুই পাশের্^র জায়গা ইতিমধ্যে অধিগ্রহন করেছে।সড়কটির সংস্কার কাজ চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় সড়কের দুই পাশের্^র অধিগ্রহণকৃত জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে প্রচারনা চালানো হয়। সময় সীমার মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্টেট উপসচিব মোঃ কামরুজ্জামান মিয়া এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক ও জনপথ বিভাগের অত্যাধানিক বুল্ডুজার ও এক্সকেভেটর ব্যবহার করা হয়। এসময় নিরাপত্তা বাহিনী সদস্য ও ফায়ার সার্ভিস এন্ডডিফেন্স কর্মীরা সহযোগীতা করেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ